সিলেট: সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) জেলার কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের চাউরা পূর্ব গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে স্কুল থেকে ফেরার সময় আরিফুল ও তার দাদার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে পড়ায় সংশ্লিষ্ট অফিসে জানানো হয়। কিন্তু কেউ মেরামত করতে আসেনি।
এ ব্যাপারে কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বিদ্যুৎ অফিসের কর্মীদের লাইন মেরামতের অবহেলার কারণে দু’জনের প্রাণ গেল।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বিদ্যুতের লাইনটি ছিঁড়ে মাঠিতে পড়েছিল, যে কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এনইউ/আরবি