ফেনী: মিরসরাইয়ে পাঁচ হাজর মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মৎস অধিদপ্তর। সোমবার (০৪ অক্টোবর) বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের স্লুইচ গেইট এলাকা থেকে এই জাল উদ্ধার করা হয়।
মা ইলিশ সংরক্ষণ করতে উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা কারেন্ট জাল ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ ও সাহেরখালী কোস্ট গার্ডের সিসি মোস্তফা কামাল।
উপজেলা মৎস কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, সোমবার (০৪ অক্টোবর) থেকে ২২ দিন সাগরে মা ইলিশ সংরক্ষণের জন্য জেলেদের সাগরে মাছ ধরা বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সাহেরখালী স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। সাগর এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এসএইচডি/এসআইএস