ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলার ইউনিয়নে তালাক দেওয়ায় রেখা আক্তার (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ওই ইউনিয়নের মরিচার চর গ্রামের নামাপাড়া নয়ার চরে এ ঘটনা ঘটে।
রেখা নয়ার চর এলাকার মো. জয়নাল হোসেনের মেয়ে।
ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে ত্রিশাল উপজেলার কাঠাঁল ইউনিয়নের মো. ছাব্বির হোসেনের সঙ্গে রেখা আক্তারের বিয়ে হয়েছিল। তাদের দাম্পত্য জীবনে সন্তান হচ্ছিল না। এ নিয়ে র্দীঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। ফলে রেখা আক্তার স্বামীর সংসার ছেড়ে তার বাবার বাড়িতে চলে আসেন।
কয়েক দিন আগে সন্তান না হওয়ার অভিযোগে রেখা আক্তারকে তালাক দেয় তার স্বামী। এ কারণে রেখা হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করছেন বলে ধারণা পরিবারের।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
জেডএ