ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

রুট পারমিটবিহীন বাস বন্ধে অভিযান, ১০ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
রুট পারমিটবিহীন বাস বন্ধে অভিযান, ১০ মামলা

ঢাকা: ঢাকায় রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির পরিচালিত যৌথ অভিযানে ১০টি মামলায় মোট ৪৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর গুলিস্থানের বঙ্গবন্ধুর স্কয়ারে এ অভিযান শুরু হয়ে, যা চলে বিকেল পর্যন্ত।

 

যৌথ অভিযানে বাহন পরিবহনকে ৫ হাজার, ভিক্টর ক্লাসিক পরিবহনকে ১০ হাজার, শিকড় পরিবহনকে ২ হাজার, মেঘলা পরিবহনকে ২ হাজার, ফাল্গুনি মধুমতি পরিবহনকে ৫ হাজার, রুপান্তর পরিবহনকে ৩ হাজার, মনজিল পরিবহনকে ৪ হাজার, হিমাচল পরিবহনকে ৮ হাজার, ৬ নম্বর পরিবহনকে ৪ হাজার এবং একটি সিএনজিকে ২০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১০ মামলায় ৪৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া খাজাবাবা পরিবহন ও গ্রিন ঢাকা পরিবহনের দুটি বাসের রুট পারমিট স্থগিত করা হয়েছে।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা চৌধুরী ও ডিএমপির প্রতিনিধি অংশ নেন।

অভিযানের বিষয়ে দুপুরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা চৌধুরী বলেন, বিআরটিএ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং বিআরটিএ এর যৌথ উদ্যোগে গতকাল থেকে এক মাস মেয়াদি অভিযান শুরু হয়েছে। এই অভিযানকালে রুট পারমিটবিহীন গাড়ির কর্তৃপক্ষকে শাস্তির আওতায় আনা হবে। আজকের রুট পারমিটবিহীন একটি গাড়ি পাওয়া গেছে, তার রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করা হয়েছে। এক দিনেই শৃঙ্খলা ফিরিয়ে আনা কিংবা পরিবর্তন সম্ভব নয়, তবে আমরা আশাবাদী।

দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস ঢাকায় চলাচল বন্ধের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে।

এর আগে রোববার (৩ অক্টোবর) পরিচালিত যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত মোট ৯টি মামলায় ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
আরকেআর/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।