কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসানের উদ্যোগে ঢেলে সাজানো হয়েছে উপজেলা প্রাঙ্গণ। রোববার (৩ অক্টোবর) তিনি নতুন কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।
বর্তমানে রাকিব হাসান বাংলাদেশ ভূমি সংস্কার বোর্ডের সিনিয়র সহকারী ভূমি কমিশনারের দায়িত্বে নিয়োজিত। গত দুই বছর তিনি দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন। এ সময়ে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সেবার মানোন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। বাল্যবিয়ে প্রতিরোধে তার ভূমিকা ছিল অসাধারণ। তাইতো দেবিদ্বারের সাধারণ মানুষের কাছে প্রশাংসায় ভাসছেন রাকিব হাসান।
রাকিব হাসান তার দায়িত্ব পালনকালে দেবিদ্বারের দুইটি স্কুলে কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে চালু করেছেন গার্লস হেলথ কেয়ার। সেখানে ব্যবস্থা করা হয়েছে স্যানিটারি ন্যাপকিনের। মাসিকের সময় যাতে কেউ বিব্রতকর অবস্থায় না পড়ে। সে কারণে এ উদ্যোগ গ্রহণ করেন তিনি। পাশাপাশি কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ১৫০টি করে বই রাখেন হেলথ কেয়ারগুলোতে। আরও ১৩টি স্কুলে এমন হেলথ কেয়ার করার পরিকল্পনা রয়েছে দেবিদ্বার উপজেলা প্রশাসনের।
এছাড়া শিশুরা যাতে বিদ্যালয়ের প্রতি টান অনুভব করে। এজন্য স্কুলের দেয়ালে দেয়ালে শিক্ষামূলক নানা তথ্য-উপাত্ত আর্ট করে রাখা হয়েছে। যেটা প্রাথমিক শিক্ষায় গুণগত মানের পরিবর্তন আনবে বলে দেবিদ্বারের মানুষের ধারণা।
রাকিব হাসানের সবচেয়ে যুগান্তকারী পরিবর্তন ডিজিটাল সার্ভিস ডেলিভারি পয়েন্ট। এখানে এসে এক সঙ্গে উপজেলার সব সেবা পাচ্ছেন সাধারণ মানুষ। গ্রামের মানুষ অত্যন্ত সহজ-সরল এবং আধুনিক জ্ঞানে দুর্বল হওয়ায় এক দরজা থেকে আরেক দরজায় দিনের পর দিন ঘুরে হয়রানির শিকার হন। এ সেন্টার চালুর মাধ্যমে উপজেলা কেন্দ্রিক সব সেবা এক জায়গা থেকে নেওয়ার সুযোগ হয়েছে তাদের।
উপজেলা ভূমি কার্যালয়ে হেল্প ডেস্ক ও গণশুনানি কেন্দ্র স্থাপন, বায়োমেট্রিক পদ্ধতিতে খোলা বাজারে বিক্রি (ওএমএস), শিল্পপার্ক প্রতিষ্ঠা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, উপজেলা অফিসার্স ক্লাব প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, উপজেলা শিল্পকলা একাডেমির আধুনিকায়ন ও নতুন করে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ, উপজেলা প্রাঙ্গণের পুকুর পাড়কে করা হয়েছে আলোকিত। ইউএনও’র বাস ভবনে সাক্ষাৎ করতে আসা সাধারণ মানুষের জন্য করা হয়েছে গল্পঘর। যেখানে বসে উপজেলায় আগত সাধারণ মানুষ নিরিবিলি পরিবেশে অপেক্ষা করতে পারবেন। এমন আরও বেশ প্রশংসনীয় নানা কাজও করেছেন ইউএনও রাকিব।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উন-নবী বাংলানিউজকে বলেন, আমি চেষ্টা করবো এসব কাজের ধারা অব্যাহত রাখতে। তবে সদ্য বিদায়ী কর্মকর্তা যেসব কাজ করে গেছেন, সেটা এক কথায় অসাধারণ। উপজেলা প্রশাসনের সবাই খুব উচ্ছ্বসিত ইউএনও রাকিবের কর্মকাণ্ডে। এটা ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
আরআইএস