ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আটজন মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মাঝকান্দি ভাটিয়াপাড়া সড়কের ভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হেলমেট, গাড়ির কাগজ না থাকা এবং অতিরিক্ত যাত্রী ওঠানোর দায়ে ভাটপাড়া এলাকায় আটজন মোটরসাইকেল চালককে সাত হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৯/১ (চ) ধারায় এ জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এসআরএস