সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় দুই সন্তানসহ বিষপান করেছেন আঁখি বেগম (৩০) নামে এক মা। এ ঘটনায় ছেলে সিয়াম (১০) ও রবিউল (৬) বেঁচে গেলেও মারা গেছেন আঁখি বেগম।
সোমবার (৪ অক্টোবর) উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আঁখি বেগম সুলতানপুর গ্রামের সামছুল হকের স্ত্রী।
জানা গেছে, সোমবার ভোরে মাছ ধরতে ঘর থেকে বের হন সামছুল হক। মাছ ধরা শেষে বাড়ি ফিরে দেখেন দুই ছেলে কান্নাকাটি করছে। ছেলেরা জানায়, মা তাদের নিয়ে বিষপান করেছে। দ্রুত তাদের নিয়ে নৌ-পথে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সামছুল হক। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সিলেটে নেওয়ার পথে আঁখি বেগমের মৃত্যু হয়। সিয়াম ও রবিউল বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষপানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
জেডএ