নওগাঁ: নাম আক্তার হোসেন। ৩২ বছর বয়সী এ যুবক নিজেকে পরিচয় দিতেন আর্মড পুলিশের সদস্য হিসেবে।
সোমবার (০৪ অক্টোবর) দুপুরে সাপাহার থানা পুলিশ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়।
আটক ছিনতাইকারী উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়ার সোলাইমান হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আক্তার হোসেন দীর্ঘদিন ধরে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত। খবর পেয়ে দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে দেশীয় ধারালো অস্ত্র, আর্মড পুলিশের পোশাক এবং ছিনতাইয়ে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
এসআই