ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ৩ হাজার মিটার জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
বাগেরহাটে ৩ হাজার মিটার জাল জব্দ জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে

বাগেরহাট: নিষেধাজ্ঞার প্রথম দিনে বাগেরহাটে বলেশ্বর নদীতে অবৈধভাবে ইলিশ ধরার চেষ্টাকালে ৩ হাজার মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।  

রোববার (৩ অক্টোবর) দিনগত রাত ১টার পর থেকে সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বলেশ্বর নদীর বিভিন্ন পয়েন্ট থেকে জালগুলো জব্দ করা হয়।

 

জেলার শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বাংলানিউজকে জানান, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, বিপনন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ এ সময়ে গভীর সমুদ্র, বলেশ্বর নদী এবং ভোলা নদীসহ স্থানীয় সব নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ে কোনো ধরনের জাল ফেলে মাছ ধরা যাবে না। নির্দিষ্ট এ সময়ের মধ্যে কেউ মাছ ধরলে তার বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।  

তিনি জানান, কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে মাছ ধরার চেষ্টাকালে ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫৫ হাজার টাকা। এসব জাল বলেশ্বর নদীর তীরেই পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তবে অভিযানের সময় টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।