বগুড়া: বগুড়ার সদর উপজেলায় মুখে দাড়ি রেখে দাঁড়িয়ে প্রস্রাব করাকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতণ্ডায় খায়রুল ইসলাম সুমন (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবু (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৪ অক্টোবর) দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
আটক বাবু গাবতলী উপজেলার সোনারায় গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার কানুছগাড়ি এলাকার ভাড়াটিয়া।
গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বগুড়া সদর উপজেলার কানুছগাড়ি এলাকায় খায়রুল ইসলাম সুমনকে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, রোববার রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম কাহালু উপজেলার মুরইল এলাকা থেকে বাবুকে আটক করে। আটকের পর বাবু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং অন্যান্য সহযোগীদের নামও প্রকাশ করেন।
জিজ্ঞাসাবাদে বাবু পুলিশকে জানায়, গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে কানুছগাড়ি এলাকায় একটি গ্যারেজে প্রস্রাব করতে যান খায়রুল ইসলাম সুমন। এ সময় তিনি দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। মুখে দাড়ি রেখে দাঁড়িয়ে প্রস্রাব করা নিয়ে বাবু তাকে গালিগালাজ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে খায়রুল সড়কের পাশে রাখা তার প্রাইভেটকারে গিয়ে বসেন। কিছুক্ষণের মধ্যে বাবু তার সহযোগীদের নিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে সুমনের হাতে ছুরিকাঘাত করেন।
এ সময় সুমন গাড়ি থেকে নেমে দৌড়ে একটি ফার্মেসিতে আশ্রয় নেন। সেখানেও গিয়েও সুমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন রংপুর জেলার সদর উপজেলার সাতগাড়া মিস্ত্রীপাড়ার আব্দুল খালেকের ছেলে। তিনি বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় বাসিন্দা। তিনি রেন্ট এ কারের ব্যবসা করতেন। ঘটনার রাতে সুমন তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে কানুছগাড়ি এলাকায় আড্ডা দিতে যান।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
কেইউএ/এমজেএফ