ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
রাজধানীতে ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু

ঢাকা: রাজধানীর সায়েদাবাদ ও নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ইসমাইল হোসেন (৪৫) ও অজ্ঞাতপরিচয় (৬০) একজন।

সোমবার (৪ অক্টোবর) সকালে সায়েদাবাদের করাতিটোলা এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মারা যান ও বিকেল সাড়ে ৪টার দিকে নাখালপাড়ায় রেললাইনে অপর একটি ট্রেনের ধাক্কায় ইসমাইল নামে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইসমাইলের মামা আবেদ আলী জানান, তার বাড়ি নরসিংদী জেলায়। স্ত্রী শিউলি আক্তার ও একমাত্র ছেলেকে নিয়ে পূর্ব নাখালপাড়ায় থাকতো। পেশায় তেমন কিছুই করতো না। বিকেলে স্ত্রীর কাছে কাজের কথা বলে বাসা থেকে বের হয় ইসমাইল। এর কিছুক্ষণ পর তার দুর্ঘটনার খবর শুনতে পাই। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাখালপাড়ায় রেল লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ইসমাইল। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ জানান, সকালের দিকে সায়েদাবাদ করাতিটোলা এলাকায় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মারা যান। তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে সিআইডি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে সাদা শার্ট ও চেক লুঙ্গি ছিল।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।