ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদী-পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়ায় বৃক্ষরোপণ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
ঈশ্বরদী-পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়ায় বৃক্ষরোপণ 

পাবনা (ঈশ্বরদী): ‘গাছ লাগাবো, প্রাণ বাঁচাবো, গড়বো সুখী দেশ; ফুল ফোটাবো, ফল ধরাবো, বাঁচবে পরিবেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সবুজ বনায়নের লক্ষ্যে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন।  

সোমবার (৪ অক্টোবর) দুপুরে সংস্থাটির চলমান কর্মসূচির অংশ হিসেবে পাবনার ঈশ্বরদী উপজেলার (ঈশ্বরদী-পাবনা-কুষ্টিয়া মহাসড়ক) দাশুড়িয়া ইউনিয়নের ট্রাফিক মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বৃক্ষরোপণ করা হয়।

 

অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার, নিউ এরা ফাউন্ডেশনের উপ-পরিচালক, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ ও মাহবুবুল হক দুদু, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম বাদশা মালিথা, সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, ইউপি সদস্য আনিসুর রহমান, এম আই এস কর্মকর্তা আহমাদুল্লাহ মিলন, তথ্য কর্মকর্তা গোপাল অধিকারী, ঈশ্বরদী নগর শাখার ব্যবস্থাপক ইসমাঈল হোসেন আকমল, কালিকাপুর শাখার শাখা ব্যবস্থাপক ওবায়দুল্লাহ, ইকবাল মাহমুদ ও সাগর সরদার।  

এছাড়াও এদিন দাশুড়িয়া বাড়োয়ারী দেবক্রিয়া মন্দির ও শ্মশানে বৃক্ষরোপণ করা হয়। এ সময় মন্দির কমিটির সভাপতি প্রদীপ কুমার রাম, সম্পাদক মাধব কুণ্ডু, পলান কর্মকার, উত্তম সাহা, প্রবীর সরকার, সৈকত সাহা, শ্মশান কমিটির সভাপতি রতন সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য যে, নিউ এরা ফাউন্ডেশন চলতি বছরে ৫ হাজার চারা রোপণের উদ্যোগ নিয়েছে। নিউ এরা ফাউন্ডেশনের বিভিন্ন শাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।