নীলফামারী: নীলফামারীতে মাদকমামলায় সাতদিনের কারাভোগ শেষে আজই (৪ অক্টোবর, সোমবার) বাড়ি ফেরার কথা ছিল রাজা মিয়ার (২৭)। কিন্তু মুক্তি আর মেলেনি তার, লাশ হয়ে ফিরতে হয়েছে বাড়িতে।
রাজা মিয়া সৈয়দপুর ডাকবাংলো সড়ক এলাকার সেলিম হোসেনের ছেলে।
নীলফামারী জেলা কারাগারে থাকা রাজা মিয়া সোমবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তিনি মারা যান।
নীলফামারী আদালতের পরিদর্শক মোমিনুল ইসলাম মোমিন জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান গত ২৭ সেপ্টেম্বর তাকে সাতদিনের কারাদণ্ডাদেশ দেন। সাতদিনের কারাভোগ শেষে সোমবার তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু অসুস্থ হয়ে তিনি মারা যান।
এ বিষয়ে জেল সুপার মামুন হোসেন বলেন, আজ কয়েদি রাজার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান তিনি।
নীলফামারী জেনারেল হাসপাতাল আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অমল রায় বলেন, রাজা মিয়া একজন হৃদ রোগী। হাসপাতালে ভর্তি হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
এসআই