ঢাকা: উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা শহরের ফকিরাপুল এক্সচেঞ্জের পুরাতন সাত ডিজিটের টেলিফোন নম্বর বিটিসিএলের নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
বিটিসিএলের জেনারেল ম্যানেজার (মার্কেটিং, জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ সোমবার (৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।
পুরাতন টেলিফোন নম্বরসমূহ ‘৭১৯××××’ এর পরিবর্তে ‘০২২২৪৪০××××’ নম্বর দিয়ে প্রতিস্থাপন করা হবে। তবে প্রতিস্থাপনের সময় যথা সম্ভব পুরাতন ডিজিটের শেষ ডিজিটসমূহ মিল রেখে নতুন নম্বর বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানায় বিটিসিএল।
উদাহরণ স্বরূপ- ফকিরাপুল টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন সাত ডিজিটের ‘৭১৯××××’ নম্বরটির পরিবর্তিত নতুন নম্বর হবে ‘০২২২৪৪০××××’।
গ্রাহকদের অবগতির জন্য পুরাতন ও নতুন টেলিফোন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইটে (www.btcl.gov.bd) দেওয়া হয়েছে। নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রাহককে নতুন নম্বরটি ফোনকলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এছাড়া গ্রাহকরা নম্বর পরিবর্তন বিষয়ে তথ্য জানতে চাইলে যে কোনো সময় বিটিসিএলের কল সেন্টার ‘১৬৪০২’-তে ফোন করতে পারবেন অথবা অফিস সময়ে ০২২২৩৩৮৪৯৯৯ অথবা ০২২২৩৩৫৫০০০ নম্বরে ফোন করতে পারবেন।
বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এমআইএইচ/আরবি