ফরিদপুর: গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে জেলার কোতয়ালী থানায় ৬, সদরপুর থানায় একটি হত্যা মামলার আসামিসহ ৩, চরভদ্রাসন থানায় ১, সালথা থানায় ১, বোয়ালমারী থানায় ১০, মধুখালী থানায় ৪ ও নগরকান্দা থানায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) রাতে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতার ২৯ জন আসামিকে বিকেলে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এসআরএস