ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে অর্থ আত্মসাৎ মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
সোনারগাঁয়ে অর্থ আত্মসাৎ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অভিযান চালিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে র‍্যাব-১১ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভোরে সোনারগাঁ থানাধীন মছলন্দপুর এলাকা থেকে এজাহারভুক্ত পালাতক আসামি মো. আসাদুল ইসলাম আসাদকে (৫০) গ্রেফতার করা হয়। আসাদ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মছলন্দপুর এলাকার মৃত ডা. ইব্রাহীম মোল্লার ছেলে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসাদ নিজেকে একটি কোম্পানির কর্ণধার পরিচয় দিয়ে তার অন্যান্য সহযোগীদের যোগসাজশে ব্যবসায়িক লেনদেনের কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে কয়েক কোটি টাকা ধার নেন। পরবর্তীতে ভুক্তভোগী পাওনাদাররা তার কাছে  পাওনা টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং হুমকি দেন। একপর্যায়ে এক ভুক্তভোগী পাওনাদার তার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের দায়ে আসাদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসাদকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।