গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি হত্যা মামলার আসামি ইমরানকে (৩৪) ঢাকা থেকে গ্রেফতার করছে পুলিশ।
একই সঙ্গে তার (ইমরান) দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় সরাসরি যুক্ত রবিন (৩৩) নামে অপর একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, রকি হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইমরানকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয়। তিনি সেখানে একটি লোহা গলানোর কারখানায় পরিচয় বদলে আত্মগোপনে ছিলেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে রবিন নামে অপর এক যুবককে গ্রেফতার করা হয়। তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
ইমরান জেলা শহরের পূর্বপাড়ার ইলিয়াস মিয়ার ছেলে এবং রবিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান হাসু মিয়ার ছেলে। রবিনের নামে একাধিক সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে। এছাড়া সদর থানার একটি মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি।
গত ১১ জুলাই রাতে গাইবান্ধা জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামনে আশিকুর রহমান রকির ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা রকিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও সাত-আটজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২১
এসআই