রাজবাড়ী: রাজবাড়ির পাংশায় ট্রেনে কাটা পড়ে দাদি মোমেনা বেগম (৫৫) ও তার নাতনি রুকাইয়ার (২) মৃত্যু হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া সেনের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামানিকের স্ত্রী মোমেনা তার নাতনি শিশু রুকাইয়াকে সঙ্গে নিয়ে বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া গ্রামের আত্মীয়ের মরদেহ দেখে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটের সময় বালিয়াপাড়া সেনের বাড়ির পার্শ্ববর্তী ব্রিজের পাশে বাড়িতে যান মোমেনা বেগম। পরে সেখান থেকে ফেরার পথে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
এনটি