হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার হাওরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামের ধন মিয়ার ছেলে সুজন মিয়া (২৬) ও বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের সমুদ্রপেনা গ্রামের দরছ আলীর ছেলে জসিম উদ্দিন (২৫)।
আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পনুয়েল হাচ্ছা জানান, রাহেলা গ্রামের সুজন মিয়া সোমবার সকালে মাছ ধরতে হাওরে যান। দুপুরে বজ্রপাতে তিনি আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌস আহমেদ জানান, সমুদ্রপেনা গ্রামের জসিম উদ্দিন সকালে ধানের জমিতে কাজ করতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে সরকারি অর্থ সহায়তার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এনটি