ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন, ইউপি সদস্যকে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
অবৈধভাবে বালু উত্তোলন, ইউপি সদস্যকে জরিমানা 

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাব মাটি উত্তোলনের অপরাধে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

 

তিনি জানান, দুপুরে ব্রাহ্মণপাড়া ইউনিয়নের সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাব মাটি উত্তোলনের অপরাধে সাহেবাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন কবীরকে ৫০ হাজার জরিমানা করা হয়। এছাড়া মাটি উত্তোলনের জন্য ব্যবহৃত ২০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।