ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত বেশ কয়েকজন

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে ঘরের ভেতর বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে।

সোমবার(৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।  

গুরুতর আহতরা হলেন, সিডিখান ইউনিয়নের মাথাভাঙা গ্রামের নুরাই বেপারীর ছেলে ইয়ামিন বেপারী (৩৮) ও দক্ষিনকান্দি গ্রামের মৌজালী শিকদারের ছেলে সুমন শিকদার (২৬)।

স্থানীয়রা জানান, সিডিখান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার একটি পরিত্যাক্ত ঘরে বসে হাতবোমা তৈরি করছিল কয়েকজন যুবক। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় বেশ কয়েকজন আহত হয়।

জানা গেছে, ঘরে মধ্যরাতে বিকট শব্দে কিছু বিস্ফোরিত হয়। এরপর ওই ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ইয়ামিন ও সুমনকে। সেখান থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাদেরকে পাঠানো হয় বরিশাল কলেজ হাসপাতালে।  

স্থানীয়দের ধারণা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তৈরি করা হচ্ছিল এই হাতবোমা।
কালকিনি থানায় যোগাযোগ করা হলে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।