কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ার টাকই গ্রামে ড্রেজার দিয়ে বালু তোলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ অক্টোবর) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর অধীনে হুমায়ূনকে এ জরিমানা করা হয়। এছাড়া ঘটনাস্থলে বালু তোলার জন্য ব্যবহৃত ২০০ ফুট পাইপ নষ্ট করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
জেএইচটি