ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে নিখোঁজ চার শিশু, ২ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
মিরপুরে নিখোঁজ চার শিশু, ২ উদ্ধার

ঢাকা: রাজধানীর মিরপুরে নিখোঁজ চার মেয়েশিশুর মধ্যে দুই শিশুকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

সোমবার (০৪ অক্টোবর) রাতে সদরঘাট এলাকা থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।

এর আগে ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানান, দুই শিশুকে উদ্ধারের পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।  তবে, শুক্রবার (০১ অক্টোবর) বিকেলে মিরপুরের জনতা হাউসিং এলাকা থেকে নিখোঁজ দুই শিশুর এখনো খোঁজ মেলেনি।

মিরপুর থানা-পুলিশ জানায়, শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউসিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় দুই শিশু। তাদের মধ্যে একজন গৃহকর্মী, যার বয়স ১৩ এবং অন্যজন ওই বাসার ১৪ বছর বয়সী মেয়েশিশু। পরের দিন শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই বাসার গৃহকর্ত্রী। সেখানে বলা হয়, তার ১৪ বছরের মেয়ে ও ১৩ বছরের গৃহকর্মী ওই দিন বিকেলে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি।

উদ্ধার হওয়া দুই শিশুর একজনের পরিবার জানায়, কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয় শিশুটি। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, সঙ্গে বের হওয়া অন্য শিশু তার প্রতিবেশী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জনতা হাউসিং এলাকা থেকে নিখোঁজ দু’জনের মধ্যে একজন স্কুলছাত্রী। তার বাবা নেই। মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যজন ওই বাসারই গৃহকর্মী। আর আনসার ক্যাম্পের দুই শিশুর মধ্যে একজনের বাবা রিকশাচালক। অন্যজনের পরিবার যোগাযোগ করেনি।

আগের নিউজের লিংক: মিরপুর থেকে ২ কিশোরী নিখোঁজ 

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।