বরগুনা: উৎসব অনন্দে ভাসবে সনাতন ধর্মবলম্বীরা। দুর্গোৎসব উদযাপন করতে বরগুনায় প্রস্তত করা হয়েছে ১৫৪ টি পূজা মণ্ডপ।
এক বছর ধরে অপেক্ষার পর আবারও দেবী দুর্গার হিরন্ময়ী আলোয় আলোকিত হবে পৃথিবী। বাংলা ১৯ই আশ্বিন এবং ইংরেজী ৬ অক্টোবর মহালয়া দিয়ে শুরু দেবীপক্ষ। ১১ অক্টোবর মহাপঞ্চমীর মধ্য দিয়ে শুরু দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা। কারিগরদের রঙ ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায় মোট ১৫৪টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
বরগুনা কড়ইতলা সার্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক শাওন মুতাইত বাংলানিউজকে বলেন, সকল পূজা মণ্ডপগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। খড়, বাশ, সুতলী ও মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজও একেবার শেষের দিকে। প্রতিমাগুলো একটু শুকালেই দেওয়া হবে রং তুলির আঁচড়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলার সভাপতি বাবু সুখরঞ্জন শীল বাংলানিউজকে বলেন, এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হবে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে।
পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক বাংলানিউজকে বলেন, জেলা ও উপজেলার শহর সংলগ্ন মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পূজা কমিটির নিজেদের উদ্যোগে ভলান্টিয়ারসহ কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মণ্ডপের বাইরে ডিবি পুলিশ এবং ডিএসবি থাকবে।
এ বছর দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে আর্থাৎ ঘোড়ায়, যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গার আর্শিবাদে পৃথিবীর সবাই সুখ শান্তিতে থকবেন, সে অপেক্ষায় বরগুনার সনাতন ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
জেডএ