ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ ভেবে নদীতে ঝাঁপ, অতঃপর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
পুলিশ ভেবে নদীতে ঝাঁপ, অতঃপর মৃত্যু ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে মো. রুবেল (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ওই এলাকার মা ডকইয়ার্ডের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রুবেল চাঁদপুর পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে।

স্থানীয়রা জানায়, শহরের পুরান বাজারে গভীর রাতে রুবেল ও তার বন্ধু রাব্বি গাঁজা সেবনের সময় কাউকে আসতে দেখে পুলিশ ভেবে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেয়। ওই সময় রাব্বি পাড়ে উঠতে পারলেও রুবেল নিখোঁজ হয়। সকালে ফায়ার সার্ভিসের একটি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সোমবার দিনগত রাতে ৫-নং ঘাটে  দু’জন বসে মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে টস লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে যায়।

তিনি বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।