ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানালেন মমতা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানালেন মমতা

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়।  

সাম্প্রতিক উপনির্বাচনে জয় লাভের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা ড. আব্দুল মোমেনের এক অভিনন্দন বার্তার প্রতিউত্তরে এ ধন্যবাদ জানান তিনি।

 

মঙ্গলবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ড. আব্দুল মোমেনকে পাঠানো বার্তায় বাংলাদেশ অত্যন্ত কাছের উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন, ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে চিন্তা-চেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন।  

এ সুসম্পর্ক আগামী দিনে খুবই যত্নের সঙ্গে লালন করবেন বলে তিনি এ পত্রে উল্লেখ করেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মানুষ বরাবর আমাদের ওপর আস্থা রেখেছেন, আবার রাখলেন। জনগণের এ ভরসা ও ভালোবাসাকে আমরা যোগ্য সম্মান দেবো, সুখে-দুঃখে সব সময় তাদের পাশে থাকব।

ড. আব্দুল মোমেন ও তার পরিবারের সদস্যদের শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এবং তার দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
টিআর/এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।