ঢাকা: রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুর সবাইকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাতে নেত্রকোনা এবং ঢাকার সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের।
উদ্ধার হওয়া চার শিশু হলো- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া, মেরিনা।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া শিশুর মধ্যে দুই জন নিখোঁজ হন ২৯ সেপ্টেম্বর ও অন্য দুই জন নিখোঁজ হন ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প বিহারী এলাকা থেকে নিখোঁজ হন জাকিয়া ও জামিয়া পল্লবী। তারা বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল। এছাড়াও ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হন রোদসী স্টেলা ও মেরিনা।
তিনি বলেন, তারা ঠিক কী কারণে নিখোঁজ হয়েছিল তা এখনো জানা যায়নি।
মিরপুরে নিখোঁজ চার শিশু, ২ উদ্ধার
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এমএমআই/এনএইচআর