ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রংপুর মেডিক্যালের সাবেক অধ্যক্ষের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
রংপুর মেডিক্যালের সাবেক অধ্যক্ষের নামে মামলা

ঢাকা: প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুর মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রউফের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোনো ব্যাংক গ্যারান্টি ছাড়াই ২০১২-১৩ অর্থবছরে রংপুর মেডিক্যাল কলেজ রংপুরের জন্য পাঁচটি ডেন্টাল চেয়ার সঠিক কোনো পরিকল্পনা, বাজার দর যাচাই, অফিশিয়াল প্রাক্কলন প্রস্তুত, টেন্ডার ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটি গঠনসহ প্রস্তুতি শর্তাদি পরিপালন না করেই পিসিআর ২০০৮-এর ক্রয় বিধি লঙ্ঘন করে ক্রয় পূর্বক এক কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি দায়ের করা হয়। কমিশনের প্রধান কার্যালয়ে কর্মরত রাকিবুল হায়াত মামলাটি দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।