ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মালিকাধীন “হুমায়ুন কবীর পৌর সুপার মার্কেটের” ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে জেলা শহরের কোর্ট রোড এলাকায় প্রধান অতিথি থেকে বহুতল বিশিষ্ট অত্যাধুনিক এ মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এ সময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৮৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয় অত্যাধুনিক শৈলীতে ৬ তলা বিশিষ্ট এই বহুতল মার্কেটটি নির্মিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।