ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
সৈয়দপুরে পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে সাব্বির হোসেন ওরফে কালু (৪৫) নামে এক ইঞ্জিন মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে (৫ অক্টোবর) বিসিক শিল্প নগরীর সংলগ্ন সাবেক সাংসদ শওকত চৌধুরীর পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাব্বির সৈয়দপুর শহরের নিয়ামতপুর চামড়া গুদাম ক্যাম্পের মৃত নাসিম উদ্দিন ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানায়, সাব্বির মিস্ত্রি মাদকাসক্ত ছিল। অনেক নিষেধ করা হলেও নেশা থেকে ফিরে আনা যায়নি। ইঞ্জিন মিস্ত্রি হিসেবে দক্ষ ছিলেন তিনি। সে রংপুর-দিনাজপুর অঞ্চলের বিভিন্ন যানবাহনের মালিকদের কাছে অতি পরিচিত।

তবে সাব্বিরের স্ত্রী আদুরী আকতার জানান, সে মাদকাসক্ত এ কথা মানুষ আমাকে বললেও আমি কোন দিন তাকে মাদক সেবন করতে দেখিনি। মাদক সেবনের জন্য তিনি তার এক সহকর্মীকে দায়ী করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মরদেহের পাশ থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল সারোয়ার হোসেন জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্তে নেমেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
এনএইচআর 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।