কুমিল্লা: চান্দিনায় মাদরাসাছাত্রী সালমা আক্তারকে (১৪) গলা কেটে ও কুপিয়ে হত্যার চারদিন পর তার বাবা সোলাইমানকেও (৪০) একই কায়দায় হত্যার চেষ্টা করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে বের হলে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়।
এর আগে গত শুক্রবার (১ অক্টোবর) রাতে তার মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত তিনজন ও ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন সোলাইমান। এ মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সোলাইমানের ছেলে ইউসুফ বলেন, সন্ত্রাসীরা ভোরে বাবাকে গলা কেটে হত্যার চেষ্টা করে। টের পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়া আগেই তারা পালিয়ে যায়। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই।
চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, খুন হওয়া সালমার বাবাকেও হত্যার চেষ্টা করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। সালমা হত্যার আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ১ অক্টোবর ঘর থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করা হয় মাদরাসা ছাত্রী সালমাকে। মা হাসপাতালে ও বাবা প্রাণশঙ্কায় পলাতক থাকায় ঘরে একা ছিল সালমা।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
এসআই