ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা হাসপাতালে আনা হয়েছে এএসআই পারভেজকে। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীতে চলন্ত বাসে পারভেজ মল্লিক (৩৯) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

পরে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

এএসআইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া একই বাসের যাত্রী মো. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে বলাকা পরিবহনের বাসটি গাজীপুর চৌরাস্তা থেকে সায়েদাবাদের দিকে যাচ্ছিল। বাসে করে বনানী পর্যন্ত আসার পর তিনি দেখেন, তার পেছনের একটি সিটে অচেতন হয়ে পড়েছেন পারভেজ নামে ওই পুলিশ কর্মকর্তা। তখন তিনি তাকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়া যাচ্ছিলেন না। পরে তিনি নিজেই বাস থেকে তাকে নামিয়ে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে নিয়ে যান ঢাকা মেডিক্যাল হাসপাতালে।

তিনি বলেন, বাসের ভেতর এক বইবিক্রেতা হকার উঠেছিলেন। ওই হকার তার ওপর কোনোভাবে চেতনানাশক প্রয়োগ করতে পারেন বলে ধারণা তার।

এদিকে গাজীপুর টঙ্গী-পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদ বাংলানিউজকে জানান, পারভেজ মল্লিক টঙ্গী পূর্ব থানায় সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত। তার বাড়ি চাঁদপুর মতলব উত্তর থানা এলাকায়। তবে, তিনি আজকে বাসে করে কোথায় যাচ্ছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।  

এএসআই পারভেজের প্যান্টের পকেটে আইডি কার্ড ও মোবাইলফোন ছাড়া আর কিছু পাওয়া যায়নি।

ঢাকা মেডিক্যাল থেকে তাকে ‘স্টমাক ওয়াশ’ করার পর মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে নিয়ে ভর্তি করানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।