ব্রাহ্মণবাড়িয়া: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও হিন্দু ধর্ম নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের স্ত্রী শাহীন আনাম ও বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজের নামে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে আয়েশা বেগমের আদালতে মামলাটি দায়ের করেন জাতীয় হিন্দু মহাজোট ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা এনজিও ব্যবসায়ী। তারা দেশের বিভিন্ন স্থানে সেমিনার ও অনলাইন ওয়েবিনারের মাধ্যমে হিন্দু ধর্মীয় বিধি-বিধান নিয়ে কল্পিত উস্কানিমূলক বক্তব্য দিয়ে হিন্দু ধর্মের বিধি-বিধানের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করছে। আসামিরা উদ্দেশ্যমূলকভাবে বিভেদের বীজ বপন করে বিভিন্ন সম্প্রদায় ও ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য ছড়িয়ে দিয়ে পক্ষ বিপক্ষ তৈরি করে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে। ১ নম্বর আসামির স্বামী ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। তার স্বামীর সহযোগিতায় ডেইলি স্টার পত্রিকায় বিভিন্ন কল্প-কাহিনী প্রচার করে হিন্দু ধর্মের বিধি-বিধানের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে হিন্দু জনসাধারণকে বিক্ষুব্ধ করে তুলছে।
মামলার আইনজীবী অ্যাডভোকেট জয় লাল বিশ্বাস বলেন, সংক্ষুব্ধ ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে মামলাটি দায়ের করেছেন। আদালত তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরএ