সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে খলিলুর রহমান (৫৫) নামে এক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আজাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ঢেকুরিয়া হাটের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। খলিলুর রহমান কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতর গ্রামের বাসিন্দা।
কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর জানান, সকালে খলিলুর রহমান ঢেকুরিয়া হাটের পূর্বপাশে রাস্তা ধরে হাঁটছিলেন। এ সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিয়ে প্রায় ১০০ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ এবং চালক আজাদকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরএ