ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাবাজার রুটে ৫টি ফেরিতে সকাল-সন্ধ্যা পারাপার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
বাংলাবাজার রুটে ৫টি ফেরিতে সকাল-সন্ধ্যা পারাপার  ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: প্রমত্তা পদ্মার স্রোত কমে আসায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চালু হয়েছে ফেরি সার্ভিস। তবে আপাতত ছোট পাঁচটি ফেরি দিয়ে শুধুমাত্র দিনে পারাপার করা হবে হালকা যানবাহন।

 

পরে অন্যান্য ফেরি চলাচল শুরু করলে সব যানবাহনই নৌরুট দিয়ে পার করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র।

এর আগে স্রোতের তীব্রতায় নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়ে বেশ কয়েকবার পদ্মাসেতুর পিলারে গিয়ে ধাক্কা লাগে ফেরির। এরপর পদ্মায় পানি বাড়লে বেড়ে যায় স্রোতের গতিবেগও। দুর্ঘটনা এড়াতে আগস্টের ১৮ তারিখ দুপুর থেকে নৌরুটে সব ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। টানা ৪৭ দিন বন্ধ থাকার পর সোমবার পরীক্ষামূলকভাবে দুটি ফেরির সফল চলাচলের পর মঙ্গলবার ভোর থেকে যানবাহন পারাপারের জন্য ৫টি ফেরি চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ঊধ্বর্তন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কে-টাইপ ও ছোট ৫টি ফেরি চালানো হচ্ছে নৌরুটে। ফেরিতে হালকা যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে ফেরি চালুর খবর পেলে বাংলাবাজার ঘাটে সকাল থেকে আসতে শুরু করে যানবাহন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ, মোটরসাইকেল নিয়ে যাত্রীরা ফেরিতে পার হচ্ছে। এছাড়াও সাধারণ যাত্রীদেরও ফেরিতে পার হতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে নৌরুট স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার ভোর থেকে ৫টি ফেরি চলছে নৌরুটে। আপাতত এই ফেরিগুলো প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত চলবে।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।