মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় সৌরভ সেন (২৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার মূলজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সৌরভ সেন কুষ্টিয়া জেলার সদর উপজেলার কালীশংকর এলাকার সুবাস সেনের ছেলে। আহত মিলন কুমারকে মুন্নু মেডিক্যালে পাঠানো হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার উপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার বাংলানিউজকে বলেন, দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী সৌরভ সেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান নামক স্থানে সামনে থেকে নীলাচল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সৌরভ মারা যান এবং তার সঙ্গে থাকা মিলন কুমার গুরুতর আহন হন।
খবর পেয়ে পাটুরিয়া ঘাট এলাকা থেকে ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরএ