ময়মনসিংহ: রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা গ্রামের কুলুরচালা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ২০ জনের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, কৈয়ারচালা কুলুরচালা বাজারের পশ্চিম পাশে এলাকায় প্রবেশের পায়ে চলার রাস্তায় বেড়া দিয়ে ব্যারিকেড দেন আ. রাজ্জাক মেম্বারের লোকজন। এ নিয়ে কোরবান গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে মঙ্গলবার সকালের দিকে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষ হয়। এতে নারীসহ দু’পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত মোবারক হোসেন, আল-আমিন ও বুলবুল হোসেনকে মমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। অন্য ১১ জন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআরএস