কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই কৃষক হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার মাথিয়া গ্রামের আবুল কালাম (৪০) ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের সত্রদ্রোন গ্রামের কৃষক জুয়েল মিয়া (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে মাথিয়া গ্রামে কৃষি জমিতে কাজ করছিলেন কৃষক আবুল কালাম, জুয়েল মিয়া ও রতন। দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবুল কালাম ও জুয়েল মারা যান। এসময় বজ্রাহত হন রতন মিয়া (২২) নামে অপর কৃষক। তাকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআই