ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
হোমনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

কুমিল্লা: কুমিল্লার হোমনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইয়ামিন নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ইয়ামিন ওই গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে।  

শিশুটির চাচা মো. ইউসুফ জানান, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ইয়ামিন। পরে শিশুটিকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়।  একপর্যায়ে পুকুরটি থেকে ভাসমান ও নিথরাবস্থায় অবস্থায় ইয়ামিনকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে সামাজিকভাবে দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।