কুমিল্লা: কুমিল্লার হোমনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইয়ামিন নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির চাচা মো. ইউসুফ জানান, দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ইয়ামিন। পরে শিশুটিকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পুকুরটি থেকে ভাসমান ও নিথরাবস্থায় অবস্থায় ইয়ামিনকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটিকে সামাজিকভাবে দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআরএস