ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

অচিরেই চালু হবে ভারত-বাংলাদেশ সংযোগ সড়ক  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
অচিরেই চালু হবে ভারত-বাংলাদেশ সংযোগ সড়ক  

মেহেরপুর: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি বলেছেন, অচিরেই ভারত-বাংলাদেশ সংযোগ সড়ক ‘স্বাধীনতা সড়ক’ চালু হবে। আমরা সার্বিক বিষয়গুলো পরিদর্শন করে দেখেছি।

ভারতের বাকি কাজগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে স্বাধীনতা সড়ক পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুরে তিনি কুষ্টিয়া হয়ে সড়ক পথে মেহেরপুরে পৌঁছান। এসময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন কুমার, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সহকারী কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে মুজিবনগর-কলকাতা স্বাধীনতা সড়ক, মুজিবনগর ম্যাপ অব বাংলাদেশ, মুজিবনগরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তিনি। বিকেলে তিনি রাজশাহীর উদ্দেশে মুজিবনগর ত্যাগ করেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।