ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে বিস্ফোরণ: মারা গেলেন ইয়াসিনও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
তেজগাঁওয়ে বিস্ফোরণ: মারা গেলেন ইয়াসিনও

ঢাকা: রাজধানীর তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইয়াসিন তালুকদার (৩২) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫অক্টোবর) সকালে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন।

ডা. আইউব জানান, তেজগাঁওয়ের বিস্ফোরণের ঘটনায় সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ইয়াছিন। তার শরীরের শ্বাসনালীসহ ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে, গত শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান জিকরুল্লাহ জিতু। তার শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল।

দগ্ধ ইয়াসিন বড় বোন উম্মে কুলসুম জানায়, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। বাবার নাম মৃত ইব্রাহীম তালুকদার। ইয়াসিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছিল। তেজগাঁও মেসে থেকে টিউশনি করতো।

জানা গেছে, ভাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে তিনি চাঁদপুরেই থাকে হাসপাতালে এসেছেন কুলসুম।

১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পূর্ব তেজতুরী বাজার জনতা ফার্নিচারের পাশে জাহানারা ভিলায় তৃতীয় তলায় রুমের মধ্যে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানায়, ওই ঘটনায় দু’জন দগ্ধ হয়েছিল। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়।

সেখানে এর আগে জিতু মারা গেছে আর আজকে সকালে ইয়াসিন মারা যান। তারা দু’জনই ওই মেসে থাকতো। বিস্ফোরণের পরপরই কারণ অনুসন্ধানের জন্য পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করেছে। পরে জানা যায় জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।