ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সিংগাইরে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
সিংগাইরে বজ্রপাতে ধানকাটা শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাই নগর এলাকায় বজ্রপাতে রতন মিয়া (৩৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর চকে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।

রতন মিয়া সিরাজগঞ্জের তারাশ উপজেলার নবীপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চেয়ারম্যান মুসলেম উদ্দীন চৌকদার বাংলানিউজকে বলেন, দুপুরে অন্যান্য শ্রমিকের সঙ্গে কানাই নগর এলাকার চাষি বাচ্চু মিয়ার জমির ধান কাটছিলেন রতন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে রতন মিয়ার শরীর ঝলসে যায়। পরে তাকে অন্য শ্রমিকরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।