ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় র‌্যাবের অভিযানে গ্রেফতার ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
ফতুল্লায় র‌্যাবের অভিযানে গ্রেফতার ১ 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে আজিজুল হক (৩১) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

৪ অক্টোবর বিকেলে ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করে আজিজুল হককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ লাখ ৭ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকায় অবৈধ টোকেন প্রদান করে অটোরিক্সা, টেম্পু, সিএনজি চালকদের নিকট হতে দৈনিক ৫শ টাকা আদায় এবং এলাকা ভিত্তিক এজেন্ট নিয়োগ করে এলাকায় পরিবহন চালকদের নিকট টাকা আদায় করে আসছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।