বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার নীলকান্ত মোড় এলাকায় ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে মাহেন্দ্রচালক নুরু গাইন (৪৫) ও শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে মাহেন্দ্রযাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)।
নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, বাগআঁচড়া থেকে নাভারণমুখী মাহেন্দ্রর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রচালক নুরু ও যাত্রী রাকিব গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে দু’জনেরই মৃত্যু হয়।
তিনি জানান, ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। তবে তাদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআরএস