ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে দুই উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জন নিহত হয়েছেন।  
 
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে কামারখন্দ ও দুপুরের দিকে শাহজাদপুর উপজেলায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজাদপুরের ডায়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমন (৮) ও পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের রহমত আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বাংলানিউজকে জানান, সকালের দিকে কামারখন্দের নলকা মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিল মোস্তাক। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত ছিলেন বলে জানান গেছে।

অন্যদিকে, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে উপজেলার ডায়া গ্রামে ইটবাহী ট্রলিচাপায় শিশু ইমনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।