ঢাকা: ইকমার্স ভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৪ অক্টোবর) রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে এ্যানিকে গ্রেফতার করা হয়৷
আজাদ রহমান জানান, গ্রেফতারের পর ফারহানা আফরোজ এ্যানিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিআইডি জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর এ্যানির বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছিল।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসজেএ/আরআইএস