ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

তেরখাদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
তেরখাদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনা: খুলনার তেরখাদা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ থেকে ১৫টি দোকান ও মালামাল রাখার গুদাম পুড়ে ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রূপসা সেনের বাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, আগুনে সুধীর সাহা, কালু সাহা, হামিদ শেখের মুদির দোকান, অসীম সাহার রাইস মিল, ইশারুলের চালের দোকান, বিধান সাহার টিনের দোকান এবং তেল-পেট্রোল-চালের গোডাউনসহ প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা।

তেরখাদা বাজার কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক কচি বলেন, বাজারের মুদি ব্যবসায়ী সুধির সাহার দোকানে আগুন দিয়ে পিচ গলাতে গিয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের মালামাল, তেলের গুদাম ও দোকানে। দোকান ও গুদামের মালামাল কেউ সরাতে পারেননি।

রূপসা উপজেলার সেনেরবাজার ফায়ার সার্ভিসের ইন্সটেক্টর নূর ইসলাম বলেন,  ফায়ার সার্ভিস স্টেশনটি ঘটনাস্থল থেকে ২৩ কি.মি. দূরে। খবর পাওয়ার পর আমাদের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।

তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা বলেন, খবর শোনার পরই ফায়ার সার্ভিস ইউনিটকে জানিয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে সব মিলিয়ে ১০-১৫টি দোকান, রাইস মিল ও মালামালের গুদাম পুড়ে যায়।

তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, ৪/৫টি দোকান ঘরের কোনকিছুই নেই, আর ৫টি ঘরের অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুধীর সাহা ও কালু সাহার গোডাউনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেন, উপজেলা প্রশাসনের মাধ্যমে আগুন লাগার ঘটনার খোঁজ-খবর নিয়েছি। এত বড় ক্ষতিপূরণ করা খুবই কঠিন। আমার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।