ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রংপুর সিটি মেয়রের কক্ষে গুলির শব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
রংপুর সিটি মেয়রের কক্ষে গুলির শব্দ

রংপুর: রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কক্ষে হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (০৫ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় কক্ষে মেয়রসহ অন্তত ২০ জন উপস্থিত ছিলেন।

সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে তার কক্ষে বিভিন্ন সংগঠন থেকে দেখা করতে আসা লোকজন বসেছিলেন। এ সময় রংপুর জেলা মোটর মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম মোজাম্মেল হক তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

তিনি বলেন, কথা বলার এক পর্যায়ে মোজাম্মেল হক তার পকেট থেকে মোবাইল বের করতে গেলে তার ব্যক্তিগত পিস্তল নিচে মেঝেতে পড়ে যায়। এতে বিকট শব্দ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শব্দ হলেও রুমে গুলির কোনো চিহ্ন বা খোসা খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, পকেট থেকে মোবাইল বের করতে গিয়ে পিস্তল মাটিতে পড়ে যায়। অসাবধানতাবশত একটা গুলি আটকে থাকায় তা বের হয়ে বিকট শব্দ হয়েছে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন মোজাম্মেল হক।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।