ঢাকা: টরন্টোতে বসবাসরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে তার জীবদ্দশায় বাংলাদেশের মাটিতে সাজা ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে অফিস কক্ষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কানাডা সরকারের কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী, নুর চোধুরী শরণার্থী হিসেবে সেদেশে আশ্রয় নিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর তাকে রক্ষার দায়িত্ব পালন করছেন জননেত্রী শেখ হাসিনা। তার স্বদেশ প্রত্যাবর্তনের ধারাবাহিকতাতে স্বৈরশাসক এরশাদের পতন হয়, বিএনপি-জামায়াতের মুখোশ উন্মোচন হয় এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের রুদ্ধ দ্বার খোলে। বাংলাদেশ এখন স্বপ্ন দেখে উন্নত সৃমদ্ধশালী বাংলাদেশের।
টেলিভিশনের ডিজিটাল কার্যক্রম কীভাবে দেশব্যাপী পরিচালিত হচ্ছে এবং বিগত ১২ বছরে বাংলাদেশ কীভাবে ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হলো-এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পৃথিবীর সব দেশেই সরকারবিরোধী একটি গোষ্ঠী সক্রিয়। তাদের কাজ গুজব ছড়িয়ে সরকারকে বিব্রত করা, দেশের ভাবমূর্তি নষ্ট করা। আমাদের দেশের কিছু স্বাধীনতাবিরোধী গোষ্ঠী বিদেশে বসে দেশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।
কানাডায় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের বিস্তার প্রতিরোধে দেশটি কীভাবে কাজ করছে, তাও তুলে ধরা হয় মতবিনিময় সভায়। তিনি বলেন, কানাডার তথ্য মন্ত্রণালয় এককভাবে গুজব প্রতিরোধে কাজ করে না, আমাদের মতো তারাও বেশ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে কার্যক্রম করে থাকে।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী ২২ সেপ্টেম্বর কানাডার উদ্দেশে দেশত্যাগ করেন এবং ৪ অক্টোবর দেশে ফিরে আসেন।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
জিসিজি/জেএইচটি