ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মাদক সেবন দেখে ফেলায় তরুণকে ছুরিকাঘাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
মাদক সেবন দেখে ফেলায় তরুণকে ছুরিকাঘাত

ঢাকা: রাজধানীর রায়েরবাজার এলাকায় নয়ন (২৪) নামের এক তরুণ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা সারে ৭টার দিকে রায়েরবাজার মাছের আড়তের দ্বিতীয় তলার ছাদে এ ঘটনা ঘটে।

 

আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নয়ন বলেন, তিনি থাইয়ের কাজ করেন। থাকেন রায়েরবাজার মসজিদের পাশে। সন্ধ্যায় কাজ শেষে বাসায় আসেন। এরপর বাসার পাশের মাছের আড়তের দ্বিতীয় তলার ছাদে সিগারেট খেতে যান।  

তিনি আরও বলেন, সেখানে আগে থেকেই নাজমুলসহ দুই-তিনজন মাদক সেবন করছিলেন। তারা আমাকে দেখে ঘাবড়ে যায়। তারা ভাবেন, তাদের মাদক খাওয়ার বিষয়ে আমি বলে দেব। এই ভেবে তারা আমাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যান।

নয়নকে হাসপাতালে নিয়ে আসা একই এলাকার মো. পলাশ বলেন, চিৎকার শুনে ছাদের উপড়ে গিয়ে দেখি, রক্তাক্ত অবস্থায় পরে আছেন ওই যুবক। পরে তাকে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত নয়নের পেটে, কাঁধে ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা গুরুতর।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২১
এজেডএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।